মৌসুমে এখনো সাতটি লিগ ম্যাচ বাকি সাউথ্যাম্পটনের। এরই মধ্যে নিশ্চিত হয়ে গেল ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে কে সাউথ্যাম্পটনের অবনমন। গতকাল টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে হারের পর নিশ্চিত হয় অবনমন।
প্রতিপক্ষের মাঠে রবিবার ৩-১ ব্যবধানে হারে সাউথ্যাম্পটন।
৩১ ম্যাচে এটি তাদের ২৫তম হার। স্রেফ দুই জয় ও ৪ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তলানিতে তারা।
অবনমন হয়ে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে নাম উঠল সাউথ্যাম্পটনের। প্রিমিয়ার লিগের ইতিহাসে এত আগে অবনমন হয়নি কোনো ক্লাবের।
অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি এতদিন যৌথভাবে ছিল ইপ্সউইচ টাউন ও ডার্বি কাউন্টির। ১৯৯৪-৯৫ মৌসুমে ইপ্সউইচ ও ২০০৭-০৮ মৌসুমে ডার্বি কাউন্টির ৬ ম্যাচ আগেই অবনমন নিশ্চিত হয়ে গিয়েছিল।
আরেকটি অপ্রত্যাশিত রেকর্ডের সামনে দাঁড়িয়ে সাউথ্যাম্পটন। প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে কম পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করার শঙ্কায় তারা।
২০০৭-০৮ মৌসুমে ১১ পয়েন্ট পেয়েছিল ডার্বি কাউন্টি।
লিগে সাউথ্যাম্পটনের পরের ম্যাচ অ্যাস্টন ভিলার বিপক্ষে, আগামী শনিবার।